ফরিদপুরে রফতানিযোগ্য প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে কারিগরী কলেজসমূহের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ফরিদপুরের বোয়ালমারীতে শাহ জাফর টেকনিক্যাল কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি কানাডার ফ্যাকাল্টি অব অ্যাডুকেশন মতিউল আলম।
কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আবু জাফর, শিক্ষানুরাগী ও সমাজসেবিকা আফসারী আলম, আহসানুল মোহাম্মদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম