মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে বুধবার বেলা ১১টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
পুলিশের মোট ৫২ জন মুক্তিযেদ্ধাকে সম্মান প্রদর্শন করে জেলা পুলিশের কার্যালয়ে বাদ্যযন্ত্রের তালে তালে এক অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা দেয়া হয়।
পরে পুলিশ সুপার আকবর অলী মুনসীর সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমীন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, মো. শাহজাহান মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম