ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় মমিন রেদোয়ান তোফায়েলকে সভাপতি এবং মো. নুর আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সনেট, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া, মো. সৌরভ আহমেদ, মো. জহিরুল ইসলাম, মাহবুব ইসলাম মনির, আল-আমিন মোক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক