গণপরিবহনে শ্যামগঞ্জ-নেত্রকোনাবাসীদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর উপহার বিলাসবহুল বিআরটিসি ডাবল ডেকার বাসগুলো পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্যামগঞ্জবাসী। আজ বুধবার দুপুরে শ্যামগঞ্জ মধ্যবাজারে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক তরুণ।
বাসগুলো ময়মনসিংহ-শ্যামগঞ্জ-নেত্রকোনা রোডে পুনরায় চালু করতে সরকারের কাছে জোর দাবি জানিয়ে তরুণরা নানা শ্লোগান দিতে থাকে। এদিকে একই দাবিতে ‘দুর্বার নেত্র’ নামে নেত্রকোনায়ও বিক্ষোভ মিছিল করেছে তরুণ সমাজ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নেত্রকোনায় ঘটা করে ১০টি ডাবল ডেকার বাসের উদ্বোধন করা হয়। সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে বাসগুলোর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের ঘণ্টার মধ্যেই বাস চলাচলে মালিক সমিতির বাধায় তা বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক