মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১শ’ ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে এসমস্ত ফেনসিডিল উদ্ধার করা হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তেঁতুলবাড়িয়া বিওপি’র হাবিলদার কাশেম মল্লিক জানায়, মুথুরাপুর সীমান্ত দিয়ে একটি ইঞ্জিন চালিত গাড়িযোগে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায় চালক। এতে গাড়িসহ ১১শ’ ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক