সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় এবং অন্যান্য কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে বরিশালে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস ছত্তার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাভলু, জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, কমরেড সাইদুর রহমান ও গণসংহতি আন্দোলন নেতা আরিফুর রহমান মিরাজ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষকের দেশ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই অবিলম্বে কৃষক ও কৃষির সমস্যা সমাধানে বাম গণতান্ত্রিক জোটের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। সমাবেশ শেষে একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/শফিক