বগুড়ায় দু’টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও মো. নসিম রেজা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।
মঙ্গলবার দুপুরে অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যারাত অবধি। প্রায় ৪ ঘণ্টার অভিযানে জেলা শহরের ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নসিম রেজা জানান, তারা ওষুধ আইন বিধি লঙ্ঘন করে ওষুধ বিক্রি করায় জরিমানা ও মৌখিক সাবধান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন