নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারীবান্ধব স্বাস্থ্য মেলা। বুধবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নাহিদ হাসান, স্বাচিব সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান শাহীন ও স্বাস্থ্য বিভাগের ডিপিএম ডা. রাজিউল হক বক্তৃতা করেন।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, নারীবান্ধব স্বাস্থ্য মেলায় রক্তের গ্রুপ পরীক্ষা, বিবাহিত কিশোরীদের স্বাস্থ্য সেবা, সহিংসতার শিকার নারীদের সেবা, স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে সেবাসহ বিভিন্ন সমস্যা বিষয়ে মেলার ১০টি স্টল থেকে নারীদের বিশেষ সেবা আর স্বাস্থ্য শিক্ষা দেয়া হচ্ছে। এ মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন