হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তিতে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের শনিবার ছিল শেষ দিন। 'শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম' এই স্লোগানে মুখরিত হয়ে উঠে চুনারুঘাট দক্ষিণা চরণ হাই স্কুল মাঠ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ৩০ বছর ধরে চলে আসা সংস্কৃতি উৎসব নিঃসন্দেহের দেশ বিদেশের সাহিত্য সংস্কৃতি চর্চার বিশাল ভূমিকা রেখে আসছে। আমি উত্তরোত্তর সাহিত্য সংস্কৃতি পরিষদের মঙ্গল কামনা করি। দেশ বিদেশের অনেক জায়গায় আমি গ্রুপ থিয়েটারের কাজ করেছি। কিন্তু চুনারুঘাটের এই বিশাল আয়োজনের ন্যায় কোথাও এরকম পারফমেন্স দেখিনি।
সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রযোজনায় নৃত্য ও গানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল