বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে গাছ কেটে ক্ষোভ প্রকাশ করল প্রতিপক্ষের লোকজন। গাছ কাটার ঘটনায় শুক্রবার শেরপুর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে একটি স’মিল থেকে বেশকিছু গাছের গুড়ি উদ্ধার করেছে।
বগুড়ার শেরপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবুর একটি জলাশয় রয়েছে। জলাশয়ের পাড়ে শতাধিক ইউক্যালিপটাস গাছ রোপণ করেন। গাছগুলো বড় হওয়ায় বেশ মূল্যবান হয়ে উঠে। এরমইমধ্যে পূর্বশক্রতার জেরে একই গ্রামের কয়েজজন ব্যক্তি ২৫ ডিসেম্বর শফিকুল ইসলাম বাবুর লাগানো গাছগুলো কাটতে থাকে। খবর পেয়ে সে বাঁধা দিলে জোর করে ৩৯ টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে। পরে হুমকি ও ভয় দেখিয়ে গাছগুলো নিয়েও যায়।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া গাছের মধ্যে বেশ কিছু গাছের গুঁড়ি কেল্লাপোশী মেলা এলাকায় অবস্থিত একটি স’মিল থেকে উদ্ধার করা হয়েছে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন