কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নুরানী মাদরাসা ও হেফজখানার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালের উত্তর পাড়া মসজিদে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ।
উদ্বোধক ছিলেন লাকসাম মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন উত্তরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল হোসেন।
মাদরাসার চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনপাল ফুলকলি বিদ্যা নিকেতনের সভাপতি লতিফুর রহমান খোকন, উত্তর পাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সমাজ সেবক ইমাম হাসান মোল্লা ও আলমগীর হোসেন ভুট্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন