কক্সবাজারের টেকনাফের পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার ২০০ টাকার কারণে এক রোহিঙ্গার দায়ের কোপে মোহাম্মদ আবু তৈয়ব (৩৫) নামে আরেকজন রোহিঙ্গা খুন হয়েছেন।
নিহত ব্যক্তি উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে এবং পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি-৩ ব্লকের ১৩২১ নম্বর কক্ষে বাসিন্দা বোন হাসিনা বেগমের বাসায় বসবাস করছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে ছৈয়দুল আমিন ও নিহত মোহাম্মদ আবু তৈয়ব সম্পকে তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তৈয়বের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা পাওনা ছিলেন ছৈয়দুল। টাকার জের ধরে কথা কথাকাটাকাটি হয় তাদের মধ্যে। কিছুক্ষণ পরে ছৈয়দুল দা নিয়ে এসে তৈয়বের ঘাঁড়ের উপর দিয়ে কোপ দেয়।সেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে ছৈয়দুল পালিয়ে যান।পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশের একদল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মগে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা