সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করেছেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
এ সময় তিনি বলেন, মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের শত্রু। তাই মাদককে না বলুন। মাদক সেবনকারীদের হাতে মা-বাবা সন্তানসহ অনেক স্বজন খুন হচ্ছে। তাদের কারণেই সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। এ থেকে নিস্তার পেতে হলে পরিবার তথা সমাজকে সচেতন হতে হবে।
সংসদ সদস্য হিসেবে একবছর পূর্তি এবং রায়গঞ্জ ও তাড়াশ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে শুক্রবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গফুর রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উল আলম শরিফ, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
এর আগে সকালে অসহায় ও দরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল