লাবিব গ্রুপের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আজ শনিবার সকালে চেম্বার ভবনে ২৫০ পিস কম্বল ও ৫৫০ পিস সোয়েটার বিতরণ করা হয়।
এসময় নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব এম এ খালেক, মোতাহার হোসেন পলাশ, মাহমুদ মোল্লা আপেল, ইফতেখারুল ইসলাম সজিব, সাজেদুল আলম লাল্টু, দিপক কুমার সরকার, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু, আবুল কালাম আজাদ, রুহুল আমিন আরমান, ফরহাদ হোসেন চকদারসহ সকল চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ