নাটোর সদরের পাইকেরদৌল এলাকায় হাসান (১০) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসান ওই এলাকার মোজাফফর আলী ছেলে। সে গত রবিবার থেকে নিখোঁজ ছিল।
শনিবার বারেকের মোড় সংলগ্ন একটি বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সকালে বারেকের মোড় এলাকার একটি বাঁশের ঝাড়ে বাঁশ কাটতে যান কয়েকজন শ্রমিক। হঠাৎ তারা ঝাঁড়ের পাশে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রাদের মারফত বিষয়টি জেনে নিখোঁজ হাসানের পরিবার ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে হাসানকে সনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/কালাম