বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে গৌরনদী উপজেলা, সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যারি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।
এদিকে, ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা শহরে শনিবার দিনের প্রথমভাগে কোন আয়োজন ছিলো না জেলা ও মহানগর ছাত্রলীগের। এ বিষয়ে কেউ কিছু জানাতেও পারেনি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ