বরিশালে জেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার শিক্ষার্থীরা ৭টি ইভেন্টে অংশগ্রহণ করছে।
ত্ররা দলগতভাবে ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল ও ব্যাডমিন্টন, ছাত্রীরা দলগতভাবে ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিক ও দড়িলাফ এবং ছাত্র ও ছাত্রীরা একক ও দ্বৈতভাবে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম