ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকামুখী একটি বাসের চাপায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ঘিওর উপজেলার শোলধরা এলাকার রশিদ মোল্লার ছেলে রিকশাচালক আইজুদ্দিন (৪০) এবং রিকশা যাত্রী শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৮)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরে ঢাকাগামী একটি পরিবহনের বাসচাপায় ওই রিকশা চালক ও রিকশার যাত্রী মারা যায়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ