নরসিংদী ইউএমসি জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি মজুরী কমিশন ও পে-কমিশনসহ দাবিগুলো সরকার মেনে নেওয়ায় আজ শনিবার সকাল ৬টা থেকে কাজে যোগ দেয় শ্রমিকরা। প্রত্যাশিত দাবি মেনে নেওয়ায় খুশি শ্রমিকরা। মিলের ভেতরে আনন্দ মিছিল করে তারা। এসময় তারা শেখ হাসিনা সরকারের জয়গান করেন। একই সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে শুরু করা আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা ১৪ ডিসেম্বর স্থগিত করে পাটকল শ্রমিকরা কাজে যোগ দেয় । দাবি পূরণে শ্রমিকরা গত ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দাবি পুরন না হওয়ায় গত বছরের ২৮শে ডিসেম্বর তারা পুনরায় আন্দোলনে নামে।
তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। অনশনে অংশ নিয়ে দুই দিনে অসুস্থ হয়ে পড়েছে ৭জন শ্রমিক। পরবর্তীতে শ্রমিকদের আন্দোলনে স্কুল ড্রেস পড়ে আমরন অনশনে যোগ দেয় শ্রমিকদের শত শত স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। পরে ২রা জানুয়ারী রাতে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষনা দেন পাট ও বস্ত্রমন্ত্রী। আগামী ১৭ জানুয়ারির মধ্যে শ্রমিকদের নতুন জাতীয় মজুরী কাঠামো অনুযায়ী পে-স্লিপের মাধ্যমে মজুরী প্রদান করা হবে। এই আশ্বাসের পর আজ শনিবার সকাল ৬টা থেকে কাজে যোগদেয় শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ