বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আরো বক্তব্য রাখেন- টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, আব্দুল মতিন, মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম মন্টু, আমানুল্লাহ, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, তবিবর রহমান তবি, জাকির হোসেন নবাব, এস এম রুহুল মোমিন তারিক, এ বি এম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, আছালত জামান, মন্তেজার রহমান মন্টু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন