শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
পরে ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহীদ দারোগ আলী পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন অনুষ্ঠান জায়ান্ট স্ক্রীনে সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘড়ি উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/হিমেল