নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান র্যালি বের করে। শহরের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে র্যালি গুলো পুরাতন ডিসি কোর্ট চত্বরের ক্ষণগণনাস্থলে সমাবেশ হয়।
পরে বিকাল সাড়ে ৪ টায় সরাসরি সম্প্রচারে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সংরক্ষিত মহিলা এমপি খালেদা খানম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন স্থানে মুজিববর্ষের ক্ষণগণনা সরাসরি সম্প্রচার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন