জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে জামালপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে শহরের বকুলতলা চত্বর হতে একটি আনন্দ র্যালির আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো: এনামুল হকের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
লিতে পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে দয়াময়ী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল