সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে দিনাজপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় একাডেমি স্কুল থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এসে শেষ হয়। পরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
র্যালিতে জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, মুক্তিযোদ্ধারাসহ সাধারণ মানুষ আনন্দ অংশ নেন। পরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে তৈরি মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান সকলে যোগদান করেন।
এর আগে বেলা ১১টায় এক প্রেস ব্রিফিং-এ মুজিববর্ষ পালনে দিনাজপুরে (বছরব্যাপি) নানান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরে দিনাজপুরের জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল ফেরদৌস, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/হিমেল