সারাদেশের সাথে এক যোগে ভোলাতেও আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ‘ক্ষণগণনা যন্ত্র’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভোলা সরকারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন। এর আগে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যার পর ভোলা সরকার স্কুল মাঠের স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া ভোলার লালমোহন বোরহানউদ্দিনসহ প্রতিটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন