ময়মনসিংহের হালুয়াঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
পরে র্যালি শেষে সানফ্লাওয়ার মডেল স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাওখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্কুল শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অপরদিকে মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে হালুয়াঘাট থানা পুলিশ আপনার দোরগোড়ায় ওসি এর মাধ্যমে সেবা প্রদান করা হয়। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসে’র উদ্যোগে এই সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় সেবা প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যার কথাও উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/হিমেল