মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরের চৌমুহনায় ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যাক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুন, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহ-সভাপতি মো. ইউসুফ আলী, ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহম্মেদ প্রমুখ।
এর আগে, চৌমুহনায় নির্মিত অস্থায়ী মঞ্চে ঢাকায় প্রধানমন্ত্রীর ক্ষণগণনার উদ্বোধন টিভি মনিটরের মাধ্যমে সরাসরি দেখানো হয়। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে চারপাশ মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/শফিক