সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত ক্ষণগণনার ঘড়ির উদ্বোধনের মধ্যেদিয়ে এ ক্ষণগণনা শুরু হয়। ঢাকা থেকে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সর্বস্তরের মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনা উদ্বোধনের পরপরই টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানসহ জেলার সর্বত্র বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর আলোচনা সভা, আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা আয়োজন।
বিডি-প্রতিদিন/শফিক