কক্সবাজারের টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার মাঠে ‘জয় বাংলা’ শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর টেকনাফ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মুহা. আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, টেকনাফ পৌর-যুবলীগের আহবায়ক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোয়াক্কুল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বাবুল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক