স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় লাখো জনতার ঢল নামে।
শুক্রবার বিকাল তিনটার আগে থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকে লোকজন। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
অথিতি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শিরিন আকতার, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কউক চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
বিডি-প্রতিদিন/শফিক