সারা দেশের সাথে একযোগে বরিশালেও আজ অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
শনিবার সকাল ১০টায় নগরীর কালী বাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুদের টিকা খাইয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবার নগরীতে মোট ৪৯ হাজার ৬১০ জন এবং জেলার ১০ উপজেলায় ৩ লাখ ১০ হাজার ৬৩৩ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে এই কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্যান্য বছর টিকায় নানা অভিযোগ উঠলেও এবার এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই অভিভাবকদের তাদের উপযুক্ত সন্তানদের যথা সময়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন