আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইকরামুল হকের বাড়ি নীলফামীর জেলায়। এ নিয়ে এই হাসাপাতালে গত ২২ দিনে ১২ জন রোগি মারা গেলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, গেলো ২২ দিনে আগুনে দগ্ধ হয়ে ৪৫ জন বিভিন্ন বয়সি নারী পুরুষ ভর্তি হয়েছিলেন।
এরমধ্যে শুক্রবার রাতে মারা যান একরামুল। তিনি ৬ জানুয়ারি ভর্তি হয়েছিলেন। এর আগে আরও ১১ রোগি মারা যান। এখন ২১ জন রোগি চিকিৎসাধীন আছেন। ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকী আরও ৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন