লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সদর হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল গাফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন।
প্রসঙ্গত, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ