জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে ও ডামুড্যায় আনন্দ র্যালি হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এছাড়া ডামুড্যা উপজেলা থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে ডামুড্যার প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে। র্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জীবনী পর্যালোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আনন্দ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ