ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন কুমার নদ থেকে ষাটোর্ধ্ব বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে কোতয়ালী থানা পুলিশ নদ থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে কুমার নদে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি এনায়েত হোসেন জানান, নদ থেকে লাশটি উদ্ধার করার পর থানায় রাখা হয়েছে। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে ও নারীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ