জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আনন্দ শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা-সুশীল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম।
এসময় বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোখলেছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু ও সনাকের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদাসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ