খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার বলেছেন, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ তারা মানুষকে ভেজাল খাদ্য খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, রাজশাহীর গোদাগাড়ীতে অপরিপক্ক টমেটোতে ১৫ দিন ধরে কেমিক্যাল মিশিয়ে পাকানো হচ্ছে এবং তা মানুষকে খাওয়ানো হচ্ছে। এজন্য জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করার পর এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময়কালে সরকারের ভর্তুকিমূল্যে গমের আটায় ভেজাল মেশানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে খাদ্যমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এমএ রাকিব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী প্রমুখ।
পরে খাদ্যমন্ত্রী জেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং হরিপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। সভায় খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম