বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে ওই শিশু নির্যাতনে সহায়তার জন্য পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
আজ শনিবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিত শিশুর বাবা।
মামলার আসামিরা হলো অভিযুক্ত ধর্ষক রিমন ও তার সহযোগী সুমন। এদের মধ্যে সুমনকে পুলিশ শুক্রবারই গ্রেফতার করেছে।
নির্যাতিতা শিশুটির মা জানান, প্রতিবেশী নোমান মাস্টারের ঘরে থেকে রিমন ও সুমন পড়াশোনা করে। ঘটনার দিন আমার সন্তানকে টাকার লোভ দেখিয়ে ডেকে ঘরে নেয় রিমন। এরপর শিশুটিকে ধর্ষণ করে রিমন। সুমন এতে সহযোগিতা করে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণে সহায়তাকারী সুমনকে পুলিশ গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা