ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
আজ শনিবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম কক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহবায়ক মোহাম্মদ আবু জাফর, অর্ধ বার্ষিক কমিটির আহবায়ক মোহাম্মদ শামীম, শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা সীমা চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সোবহান, অভিভাবক দীপক কুমার দে। এসময় প্রায় ৩ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার গুনমান নিশ্চিতকরনে শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সহযোগীতার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই সমন্বয় গড়ে তোলার উপর জোর দেওয়ার দাবু জানান। কারন শিক্ষার্থীর সার্বিক সাফল্যের জন্য এই সমন্বয় প্রয়োজন। এর আগে কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ