ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর উজ্জল হোসেন (৩১) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। সে হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উজ্জল হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে গ্রাম থেকে শহরে আসছিল। ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পাগলাকানাই ইউনিয়নের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় জনতা মাইক্রোবাসটি আটক করে পুলিশে দেয়।
নিহতের পিতা আশির উদ্দীন মহুরী জানান, তিন মাস আগে উজ্জল বিয়ে করেছে। বিয়ের পর সে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আসা যাওয়া করে আসছিল।
এদিকে, কম্পিউটার অপারেটর উজ্জলের মৃত্যুতে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ