ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণে জড়িত আসামির দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা এই কর্মসূচি পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখার আহবায়ক মুক্তা আক্তার মিম। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মন, ছাত্র ফ্রন্টের জেলা অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু, গুলসান আরা সিফা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন-ধর্ষণ শিক্ষার্থীদের জীবনকে নিরাপত্তাহীন করেছে। ছাত্রীদের শিক্ষা গ্রহণের প্রয়োজনে রাস্তায় চলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে কিন্তু ছাত্রীদের নিরাপত্তা আজ সংকটে। শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন