অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর ভাসানী অনুসারী পরিষদ।
মঙ্গলবার সকালে শহরের বসাকপাড়া এলাকায় ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু।
জামালপুর জেলার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সৈয়দ হাবিবুর রশিদ বাবু, হাফিজুল ইসলাম সজল, অ্যাডভোকেট রোকসানা বেগম, মাহাবুব আলম খান দিপু প্রমুখ।
এ সময় অসহায়, ছিন্নমূল শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং জামালপুর জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল