শরীয়তপুরে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আশা এ সম্মেলনের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা'র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাঁওলী ঝর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আশা'র এসিট্যান্ট ডিরেক্টর মো. মোতাহার হোসেন বাহার। এ সময় আশা'র কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, শিক্ষা সুপার ভাইজার, শিক্ষা সেবিকা প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ঝড়ে পড়া শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। দেশের ৬৪টি জেলায় ১ হাজার ২শ ৫০টি ব্রাঞ্চের মাধ্যমে ১৮ হাজার ৯শ ৫০ শিক্ষাটি শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে আশা। এসব কেন্দ্রের মাধ্যমে পাঁচ লাখ শিক্ষার্থী শিক্ষা গ্রাহন করছেন।
এছাড়া, শরীয়তপুর জেলার ৫টি উপজেলার ১৬টি ব্রাঞ্চের মাধ্যমে ২শ ৪০টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৬শ ৯৮ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ