রংপুর মহানগরীতে একটি ক্ষুধার্ত বানরকে গত সাত দিন ধরে ঘুরতে দেখা গেছে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় বানরটির আচমকা উপস্থিতিতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। বানরটি কখনও সড়কে, কখনও বাড়ির ছাদে দেখা মিলছে। বানরটিকে আটক করতে ৭ বার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলে জানা গছে।
জানা গেছে, নগরীর পশ্চিম জুম্মাপাড়া, কামাল কাছনা, মুলাটোল, শাপলা চত্বর, স্টেশন রোড ঘোড়াপীর মাজার এলাকায় খাবারের সন্ধানে বানরটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন,ক্ষুধার জ্বালায় বানরটি খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় গেলেও উৎসুক মানুষের ভিড়ে ভীত হয়ে আরেক এলাকায় চলে যাচ্ছে। এদিকে, বানরটিকে আটক করতে গিয়ে একাধিকবার ব্যর্থ হয়ে ফিরে গেছেন রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. আম্বার আলী তালুকদার বলেন, আমরা বানরটিকে আটকের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেছি কিন্তু পারিনি তবে আবারও চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ