১৯ জানুয়ারি, ২০২০ ২১:২৮

মীরগঞ্জে ফেরিতে যানবহন পারাপার শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মীরগঞ্জে ফেরিতে যানবহন পারাপার শুরু

ফাইল ছবি

মীরগঞ্জ ফেরিঘাটে নতুন পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনের পর বরিশাল-মুলাদী-হিজলা রুটে ফের সরাসরি যানবহন চলাচল চালু হয়েছে। গত শনিবার সকাল ৮টার দিকে মালবোঝাই ট্রাকের ভারে গ্যাংওয়ে সহ পন্টুনটি ডুবে যাওয়ার পর ওইদিন গভীর রাতে ফের আরেকটি ঘাটে গ্যাংওয়ে ও পন্টুন স্থাপন করে কর্তৃপক্ষ। রবিবার থেকে ফেরিতে যানবহন চলাচল শুরুর মাধ্যমে ১দিন পর ওই সড়কে সরাসরি সড়ক যোগযোগ শুরু হয়। 

ফেরির চালক মো. হানিফ জানান, মুলাদী পয়েন্টে ডুবে যাওয়া পন্টুনের পাশে নতুন আরেকটি পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন করা হয়েছে। এ পন্টুন দিয়ে আপাতত হালকা যানবহন পার করা হবে। 

ফেরির সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রাক মুলাদী পয়েন্টে ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে এসে পন্টুনে আটকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে ট্রাকের পিছনের অংশসহ পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর