১৯ জানুয়ারি, ২০২০ ২২:০৪

দলীয় বিদ্রোহের অবসান ঘটালেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দলীয় বিদ্রোহের অবসান ঘটালেন শামীম ওসমান

শামীম ওসমান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহের অবসান ঘটিয়ে সকলকে এক কাতারে অনতে সামর্থ্য হয়েছেন এমপি শামীম ওসমান। এতে এবারের নির্বাচনে প্রাণ ফিরে পেয়েছে আওয়ামী লীঘ আইনজীবিরা। 

আওয়ামী সমর্থিত আইনজীবীদের মতে, জেলায় আওয়ামী লীগের যে কোন ক্রান্তিলগ্নে শামীম ওসমান সঠিক সমাধানে ভুল করেন না। শামীম ওসমানের সঠিক সিদ্ধান্তে আজ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শক্ত অবস্থান টিকিয়ে রেখেছে।
 
জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এরই মধ্যে আওয়ামীপন্থি আইনজীবীরা ২ ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। প্যানেলও ঘোষণা হয়েছিল আলাদা। পৃথক ভাবেই করেছেন গণসংযোগ, চাই ছিলেন দোয়া। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পরপরই আদালত পাড়ায় এসে হাজির হন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন-মাহবুব পরিষদের সাথে বিদ্রোহী প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত দিপু-পলু পরিষদকে মিলিয়ে দেন তিনি।

ওই সময় উপস্থিত বয়োজৈষ্ঠ্য আইনজীবীরা শামীম ওসমানকে উদ্দেশ্যে করে বলেন, “শামীম মানেই দলের ক্রান্তিলগ্নে বটবৃক্ষের ছায়ার মত”। 

পাশে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের উদ্দেশ্যে অ্যাড. খোকন সাহা বলেন, ভুল বুঝাবুঝির কারণে আমাদের ২টি প্যানেল হয়েছিল। আমাদের নেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে একটি প্যানেলকে চূড়ান্ত করা হয়েছে। আগামীতে তাদের (দিপু-পলু পরিষদ) মূল্যায়ন করা হবে।
প্রসঙ্গত, রবিবার ১৯ জানুয়ারি প্রার্থীতা যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। ২০ জানুয়ারি চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ২৯ জানুয়ারি সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর