২০ জানুয়ারি, ২০২০ ০৬:০৫

পাখির অভয়ারণ্য তৈরিতে গাছে গাছে কলসি

নেত্রকোনা প্রতিনিধি

পাখির অভয়ারণ্য তৈরিতে গাছে গাছে কলসি

‘প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ’ এই স্লোগানে নেত্রকোনার মোক্তারপাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রকৃতি বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। পাখির নিরাপদ আশ্রয়ের জন্য গাছে গাছে মাটির কলসি বেঁধে দেয় সংগঠনটি।

রবিবার বিকালে পাখির অভয়ারণ্য রক্ষায় মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর পাড়ে এই জনসচেতনা সৃষ্টি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

পায়রা উড়িয়ে মাসব্যাপী সচেতনতার উদ্বোধন করেন প্রেসক্লাব সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী,  সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় পাখি রক্ষায় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর