বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আইনজীবী সহকারী কাউন্সিল (ল-ক্লার্ক) আইন পাসের দাবিতে টাঙ্গাইলে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল আইনজীবী সহকারীর বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন, সাবেক সভাপতি আব্দুল মান্নান শিকদার প্রমুখ। এসময় জেলা আইনজীবী সহকারী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম