নোয়াখালীর সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বাংলার সম্পাদক নিজাম উদ্দিন জিটু।
বিদ্যালয়ের সভাপতি মুমিনুল ইসলাম বাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সোনাইমুড়ী পৌরসভার কমিশনার ডা. সামছুল আরেফিন জাফর, স্কুলের প্রধান শিক্ষক ফারুক হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউজ এর সহকারী কমিশনার নজরুল ইসলাম চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম