২৯ জানুয়ারি, ২০২০ ১০:৪৩

বিকল্প সড়ক না রেখেই সেতু নির্মাণ, ধামরাইয়ে ব্যাপক যানজট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

বিকল্প সড়ক না রেখেই সেতু নির্মাণ, ধামরাইয়ে ব্যাপক যানজট

ঢাকার ধামরাই পৌরসভায় বংশী নদীতে বিকল্প সড়ক তৈরি না করেই সেতু নির্মাণ করায় পৌর বাজারে ব্যস্ততম সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছে প্রায় ত্রিশটি গ্রামের মানুষ। 

জানা গেছে, পৌরসভার আইঙ্গন বংশী নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরুর ফলে বিকল্প সড়ক না থাকায় উত্তর এলাকার চলাচলের জন্য পৌরসভার  বাজারের এই সড়ক একমাত্র রাস্তা। তাই কালিয়াকৈর মির্জাপুর টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য এ সড়ক দিয়ে লরিসহ বড় বড় যান চলাচল শুরু করে। যার ফলে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। 

পৌরসভার মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, পৌর সড়কে বেশি ওজনের গাড়ি চলাচল নিষেধ করা সত্বেও তা কেউ মানছেন না। এতে সড়কের চরম ক্ষতি হচ্ছে। আর এসব গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বেইলী ব্রিজ। যে কোন সময় ধসে পড়তে পারে। এতে যান ও প্রানহানিকর ঘটনাও ঘটতে পারে। যার ফলে আমি অনেক বার চেষ্টা করেও বিকল্প সড়ক তৈরি করাতে পারেনি। এখন মানুষ নিয়মিত যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমিও দ্রুত এ সমাধান চাই।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর